শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে সোমবার স্থানীয় একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, শায়েখ মাওলানা আজিজুর রহমান, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হোসের চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক আরকান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবিদুর রহমান, মাওলানা উবায়দুল হক চৌধুরী, মাওলানা নুর আহমদ, সাংবাদিক শামছুল ইসলাম খেজুর, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মুশাহিদ মিয়া সর্দার, জাকারিয়া হোসেন জুসেফ, মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে আইনের নামে যা করছে, তা প্রকৃত গণতন্ত্রের পরিপন্থী। তারা দেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে উল্লেখ করে বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। পরে উপজেলা জমিয়তের সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।