মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য কবরস্থান নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার উপজেলার পৌরসভার হাইস্কুল রোডে বেলা ১১টায় এ সংঘর্ষ ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামের একটি কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের সাবেক মেম্বার ছোয়াব আলী ও তফজ্জুল হোসেনের লোকদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে এ নিয়ে সুনামগঞ্জ সিনিয়র জজ আদালতে মামলাও হয়েছে।
সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল সকালে বাড়ি থেকে দিরাই বাজারের হাইস্কুল রোডস্থ ছোয়ার আলীর দোকানের সামনে আসার পর পূর্ব থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা ছোয়াব আলীর লোকজন একই গ্রামের তফজ্জুল হোসেনের লোকজনের ওপর চড়াও হয়। এতে আব্দুল লতিফের ছেলে মাসুক মিয়া (৪৫), মৃত আতিক উল্লাহর ছেলে গুলজার মিয়া (৩৫), মৃত বিরাম উল্লাহর ছেলে ছাইম উল্লাহ (৫০), দিলকুশ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩২), দুলাই উল্লাহর ছেলে আব্দুল মালিক (৫৫), তারিফ উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩৪), আব্দুল কাহহারের ছেলে সুলেমান মিয়া (১৮), মৃত জমির উল্লাহর ছেলে শাহাবুদ্দিন শাবুল (২০) ও মৃত মনির উল্লাহর ছেলে মহিবুর আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ছাইম উল্লাহ, মাসুক মিয়া, গুলজার মিয়া, জাহাঙ্গীর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ছাইম উল্লাহ অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার ইন-চার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।