শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সিলেটে ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ

সিলেটে ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ

আমার সুরমা ডটকম:

পাঁচ আসামী আদালতে হাজির না হওয়ায় আবারো পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। পরে আদালত আগামী ৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম স্বাক্ষ্যগ্রহণের নতুন এই তারিখ ধার্য করেন।
ট্রাইব্যুনালের পিঁপিঁ অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলার আসামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামী বৃহস্পতিবার আদালতে হাজির হন। কিন্তু কারান্তরীণ আসামী লূৎফুজ্জামান বাবর এবং জামিনে থাকা আসামী আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন। এমতাবস্থায় সকল আসামী আদালতে হাজির না হওয়ায় বিচারক স্বাক্ষ্যগ্রহণ থেকে বিরত থেকে নতুন তারিখ ধার্য করেন। আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com