বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন তিনি।
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা। এরপর সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত এবং জনসভা করবেন তিনি।
এরপর উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দলের কয়েক কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। এ সময় সফরসূচি চূড়ান্ত করতে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দেন।