সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার তেলি হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই কারাদন্ডের রায় প্রদান করেন।
মামলা অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৯ সনের ১৯ মে শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের কসবাহাটি গ্রামের তেলি হোসেনকে শিশুদের ফুটবল খেলায় ঝগড়ার জের ধরে হাওরের ধানখলায় হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ছালিক মিয়া ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলার চূড়ান্ত চার্জশীট আদালতে দাখিল করে। আদালতে এ নিয়ে দীর্ঘ শোনানী শেষে বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামি ফারুক আহমদকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। অপর আসামি সুজ্জল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদ-সহ ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড প্রদান করেন।