শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট:
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর-ভাটোর কোনার ব্রিজটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন থেকে সংস্কার না করায় ব্রিজটি মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে মৃত ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পথচারি চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড সংযোগকারি (গোয়ালজুর-ভাটোর কোনা) অন্না খালের উপর ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ৪ থেকে ৫টি গ্রামের লোকজন এ ব্রিজ দিয়ে অতিকষ্টের সাথে চলাচল করছে।
এছাড়া ছোট যানবহন গুলো চরম ঝুকি নিয়ে চলাচল করছে। এ বিষয়ে শিক্ষার্থী রাহেল আহমদ বলেন, ২নং ও ৩নং ওয়ার্ড সংযোগকারি (গোয়ালজুর-ভাটোর কোনা) অন্না খালের উপর ব্রিজটি একটি গুরুত্বপূর্ন ব্রিজ। ব্রিজটি দিয়ে হাজার হাজার ব্যবসায়ি, কর্মজীবি, শিক্ষর্থী ও সাধারণ লোকজন প্রতিদিন যাতাযাত। কিন্তু গুরুত্বপূর্ন ব্রিজটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।ব্রিজটি সংস্কারের জন্য হাজার হাজার জনসাধারনের প্রানের দাবি হয়ে উঠেছে।