রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজ তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
ছাত্রজমিয়ত সুনামগঞ্জ জেলার সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে এবং তাহিরপুর উপজেলা ছাত্র জমিয়তের ব্যবস্থাপনায় জেলা ছাত্রজমিয়ত কর্তৃক কালেক্টকৃত ত্রান অসহায় বন্যার্তদের মাঝে বিতরন করা হয়।
আজকের ত্রান বিতরনে ছিলেন জেলা ছাত্রজমিয়তের নির্বাহী সদস্য এম হাসান আহমদ চৌধুরী, তাহিরপুর উপজেলা ছাত্রজমিয়তের সাবেক সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া, তাহিরপুর উপজেলা ছাত্রজমিয়তের সদস্য সচিব আব্দুল্লাহ মারুফ, উপজেলা ছাত্রজমিয়ত নেতা হাবিব বিন আজিজ, হাফিজ আব্দুল্লাহ, মাওলানা নুরে আলম প্রমুখ।
বাদাঘাট বাজার থেকে ত্রান সামগ্রী নিয়ে তাহিরপুর উপজেলার সুলেমানপুর, আনন্দপুর, অচিনপুর, বড়দল, আমবাড়ীসহ নাম নাজানা অনেক গ্রামে ত্রান সামগ্রী পৌছে দেয়া হয়।
প্রয়োজনের তুলনায় ত্রানসামগ্রী ছিল সামান্য।
বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া ঘর-বাড়ি থেকে অসহায় মানুষের করুন চাহনি দেখে ত্রান পর্যাপ্ত না থাকায় সবাইকে ত্রান দিতে না পারায় খুব কষ্ট লেগেছে।
মনচায় এই অসহায় মানুষদের দরবারে আবারো ত্রান নিয়ে যাই আর তাদের চোখে-মুখে আনন্দের হাসি দেখি।
বন্যার্ত মানুষের জন্য সামান্য কিছু করতে পারায় খুব ভালো লাগছে।
সবাই নিজ সাধ্যানুযায়ী সহায়তা করলে হয়তো তাদের কষ্ট লাগব হত।
আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় পানি বন্ধি মানুষের জন্য কিছু সহায়তা করি।
আল্লাহ তা’য়ালা ছাত্রজমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার এই খিদমাত কবুল করত: সাদা-কালো উক্বাব এই জমিনে উড্ডীন করার তাওফিক দান করুন।
পরিশেষে জেলা ছাত্র জমিয়তের ত্রাণ বিতরণে প্রবাস ও দেশ থেকে যারা অর্থ দিয় সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবার দান যেন কবুল করেন।