সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ১৪২৭ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি নির্বাচনী এলাকা ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এমপি রতন বলেন, পূর্বদিগন্তে সূর্য উঠার মধ্য দিয়ে শুরু হয় বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রমণে সবকিছুই স্থবির। তাই বর্তমান প্রেক্ষাপটে, সকলের আশা-প্রত্যাশা একটাই করোনা ভাইরাস মুক্ত নতুন বিশ্ব, নতুন বালাদেশ। সবাইকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা।
সকলেই করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক ও সাবধান থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন। মহান আল্লাহর কাছে দোয়া করুন।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলের একমাত্র বোর ফসল, তাই সঠিক সময়ে ঘরে তোলার জন্য, সামাজিক দুরত্ব রেখে বৈশাখী ফসল তোলার জন্য আহবান করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।