শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ‘স্যানেটারি ল্যাট্রিন, সু-স্বাস্থ্য প্রতিদিন’ শ্লোগানে অনুষ্ঠিত হলো দিরাইয়ে স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীনারায়ণপুর গ্রামে এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। গ্রামের মুরুব্বী মুছলিম মিয়া সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আমিনুল হক, মোঃ হারুন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোছাঃ সিজিয়া বেগম, মোছাঃ সুলতানা বেগম, মোছাঃ কুলসুমা বেগম, মোঃ ছালাম মিয়া, মোছাঃ রেছনা বেগম, মোছাঃ রেজিয়া বেগম, মোছাঃ সুরেজা বেগম, ললিতা রাণী, মোছাঃ নাছিমা বেগম, মোছাঃ দুলবী বেগম, বাণী রাণী দাস, মোছাঃ রেনুকা বেগম ও মোছাঃ পারভীন বেগম প্রমুখ। বক্তারা বলেন, সরকার ঘোষিত অক্টোবর মাসকে জাতীয় স্যানিটেশন মাস ঘোষণা করেছে, আর এ মাসেই আজকে আমরা এ বিষয়ে একটি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি। একজন মানুষের জীবনের সুস্থতার মূল হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার উল্লেখ করে বক্তারা আরো বলেন, দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদেরকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। কারণ, জনসচেতনতার কোন বিকল্প নেই। পরে উপস্থিত নারী-পুরুষ মিলে জনসচেতনতামূলক একটি র্যালি বের করেন। ওয়ার্ড নাগরিক কমিটি ও করিমপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত এ ক্যাম্পেইনটির সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্ট।