মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহ.র জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা আজ বাদ আছর স্থানীয় ওয়েজখালিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, সদর উপজেলা সহসভাপতি মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন এদেশে দারুল উলূম দেওবন্দের চিন্তা চেতনার একজন বাস্তব প্রতিচ্ছবি। তিনি দেশ জাতির একজন আস্থাভাজন রাহবার হিসেবে পুরো জীবন পরিচালনা করে গেছেন। তাঁর নেতৃত্বে হেফাজতে ইসলামের আন্দোলন গড়ে উঠে বিশ্বে নতুন ইতিহাস তৈরি করে। কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতিসহ কওমি প্রজন্মের ঐক্যের মূর্ত প্রতিক ছিলেন তিনি। তাঁর তিরোধানে যে শুন্যতা সৃষ্টি হয়েছে সেটি কখনো পুরন হবেনা।
পরিশেষে তাঁর দরজা বুলন্দী কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।