শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : দিল্লি থেকে বৃটিশ হাইকমিশনের ভিসা সার্ভিস ঢাকায় ফিরিয়ে আনার দাবীতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ করেছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত ৫২টি সংগঠন। গতকাল ২০ অক্টোবর বিকেলে পূর্বলন্ডনের মিলনার রোডের ইমপ্রেশন ভ্যানুতে আয়োজিত প্রতিবাদ সামাবেশে আশিকুর রহমানের সভাপতিত্বে ও মঈনুদ্দিন আনসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন আব্দুল হালিম চৌধুরী। গণহারে বৃটিশ ভিসা প্রত্যাহার ও ক্যনসুলার সেকশন ঢাকা ফিরিয়ে আনার দাবীতে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুল বারী, হিরন মিয়া, জাহাঙ্গির খান, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মুহিবুর রহমমান মুহিব, সাংবাদিক রহমত আলী, আশরাফ মাহমুদ নেছওয়ার, কাউন্সিলার ফারুক চৌধুরী, কাউন্সিলার আয়েশা চৌধুরী, রুবি হক, জোসনা ইসলাম নীলমণি সিংহ, দেলওয়ার হোসেন, আনহার চৌধুরী, জাকির হোসেন, মামনুর রশিদ, মনজির আলী, আবুল কালাম, কাউন্সিলার সৈয়দ মমহিবুর রহমান, আব্দুস সহিদ, আতিকুর রহমান লিটন ফজলুর রহমান, ফয়েজুর রহমান, আবুল কালাম, সালেহ আহমদ চৌধুরী ও বাংলাদেশ থেকে আগত পরিবেশবিদ বিশিষ্ট আইনঙ্গ ও মানবাধিকার কর্মী এডভোকেট মজনুর মোর্শেদ। সভায় বক্তরা লন্ডনে বড় পরিসরে একটি প্রতিবাদ র্যালী ও কমপক্ষে একলক্ষ সিগনেসার সংগ্রহ করে হাউজ অব কমন্সে পাঠানোর সিদ্ধান্ত হয় সেই সাথে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ এলাকার পার্লামেন্ট সদস্যদের সাথে পত্রযোগাযোগ করতে সংগঠনের প্রতিনিধিরা একমত পোষন করে প্রত্যেকে এমপিদের সাথে যোগাযোগের অঙ্গিকার করেন।