সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : পবিত্র হজের সময় সৌদিআরবের মিনায় নিহত হয়েছেন ৭,৪৭৭ জন হাজি। সৌদিআরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া নতুন এক নথিতে এ তথ্য জানা গেছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে নিহত ১,৫০৮ জন হাজির পরিচয় পাওয়া যায়নি। সৌদিআরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নথিতে আরো বলা হয়েছে নিহত সৌদি হাজির সংখ্যা হচ্ছে ১,৫২৮। তবে এখনো পর্যন্ত সৌদিআরব নিজেদের কোনো হাজির মৃত্যুর কথা ঘোষণা করেনি। গত ২৪ সেপ্টেম্বর সৌদিআরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় প্রচণ্ড ভিড়ের চাপে বহু হাজি নিহত হয়। এর দুদিন পর সৌদি সরকার ৭৬৯ জন হাজি নিহত হওয়ার কথা ঘোষণা করে। তবে পরে পশ্চিমা গণমাধ্যমসহ বিভিন্ন দেশের সরকার মৃতের সংখ্যা বেশি বলে খবর দিলেও আজ পর্যন্ত সৌদি সে সংখ্যা আর বাড়ায় নি।