বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
আকাশে ইউএফও (ভীনগ্রহীদের যান) দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক পাইলট। গত ২৩ জানুয়ারী লাহোরগামী একটি বাণিজ্যিক বিমান পিকে-৩০৪ উড়ানোর সময় পাইলট মুলতান ও সহিওয়ালের মধ্যবর্তী আকাশে ঘুরে বেড়ানো একটি ‘অতিপ্রাকৃতিক যান’ দেখতে পেয়েছিল। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এই তথ্য নিশ্চিত করেছে।
পিআইএ’র এক মুখপাত্র জানিয়েছেন, পাইলট রহিম ইয়ার খান ৩৫ হাজার ফুট উচ্চতায় বিমান উড়ানোর সময় তার ১ হাজার ফুট উপরে ‘অদ্ভূত কিছু’ দেখেছিলেন। তিনি সেটির ভিডিও করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।’ মুখপাত্র বলেন, ‘তিনি আসলে কী প্রত্যক্ষ করেছিলেন তা নিশ্চিত করে বলা এখনই সম্ভব নয়। তবে এটি ‘ফ্লাইং সসার’ বলে মনে করা হচ্ছে না।’ পাইলট তাৎক্ষণিকভাবে এই ঘটনাটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এবং সংস্থার নিয়ম অনুযায়ি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওই পাইলট জিও নিউজকে বলেন, সেই ইউএফও এতটাই আলোকজ্জ্বল ছিল যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিল না। তার মতে, সেটা কোনও স্পেস স্টেশন বা ভিনগ্রহ থেকে এসেছিল। সূত্র: ডন।