শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দীর্ঘ ২২ বছর এক সাথে রাজনৈতিক অঙ্গনে পথ চলার পর অবশেষে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। আজ শুক্রবার বিকেলে নগরীর বক্সকাল ভাট রোডস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী মজলিসে শুরার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় আমীর প্রিন্সিপাল মাওলানা মো. ইসহাকের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন লিখিত বক্তব্যে ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিগত ২০১৯ সালের ২৫ জানুয়ারী অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ২০ দলীয় জোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে, পরবর্তী সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত খেলাফত মজলিস জোটের কার্যক্রমে অংশগ্রহণ না করে রাজনৈতিক পরিস্থিডু গভীরভাবে পর্যবেক্ষণ করবে। সে অনুযায়ী দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়। কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে প্রেস ব্রিফিং সমাপ্ত করা হয়। এতে বলা হয়, খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। বর্তমানে অন্য জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারারুদ্ধ অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সাথে গ্রেফতারকৃত উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের আশু মুক্তির দাবি জানানো হয়।