সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে টাওয়ার হামলেট শাখার উদ্যোগে “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৬৯ নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অর্ধশত দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন আগামিকাল: প্রতি পদেই লড়াই হবে হাড্ডাহাড্ডি হাউস অব কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কের Inauguration and Achievement Awards Ceremony 2025 সফলভাবে সম্পন্ন মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের: আটক ১

মাদ্রাসা নয়, চরমপন্থা স্কুল-কলেজে নিহিত: ফাওয়াদ চৌধুরী

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন যে, চরমপন্থা মাদ্রাসাগুলোতে নয় বরং স্কুল ও কলেজগুলোতে নিহিত ছিল, যেখানে ‘মূলত চরমপন্থা শেখানোর’ চক্রান্তের অংশ হিসাবে ৮০ এবং ৯০ এর দশকে শিক্ষক নিয়োগ করা হয়েছিল।

ইসলামাবাদে সন্ত্রাসবাদের উপর একটি পরামর্শমূলক সম্মেলনে ভাষণ দেয়ার সময়, চৌধুরী বলেছিলেন যে ‘সাধারণ স্কুল ও কলেজের’ ছাত্ররা পাকিস্তানে উগ্রবাদের উল্লেখযোগ্য ঘটনার সাথে জড়িত ছিল, মাদ্রাসার নয়। কারণ হিসাবে তিনি বলেন, ‘আপনি তাদের (স্কুল ও কলেজের শিক্ষার্থীদের) মন বন্ধ করে দিয়েছেন। আপনি যদি এমন একটি সমাজ গড়ে তোলেন যেখানে একটি বিরোধী দৃষ্টিভঙ্গি অবিলম্বে কুফর (ধর্মদ্রোহী) ঘোষণা করা হয় … আপনি কীভাবে একটি বিরোধী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন?’ তিনি প্রশন করেন, ‘যদি কোন বিরোধী মতামত সহ্য করা না হয়, আপনি কিভাবে সমাজে পরিবর্তন আনবেন?’

এ বিষয়ে চৌধুরী প্রয়াত জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল নেতা এবং ধর্মীয় পণ্ডিত মাওলানা হাসান জানের উদাহরণ দিয়েছেন। ইসলামে আত্মঘাতী হামলাকে নিষিদ্ধ ঘোষণা করার ফতোয়া দেয়ার জন্য তাদেরকে হত্যা করা হয়েছিল। একইভাবে, তিনি যোগ করেছেন, এই ধরনের কারণে আরও অনেক আলেম পাকিস্তানে আসতে পারেননি। মন্ত্রী বলেন, একইভাবে, ইসলামিক আইডিওলজি কাউন্সিল যখন একটি বিষয় নিয়ে যায় এবং আমি অন্য পক্ষের দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করতে বলি, তখন তারা জিজ্ঞেস করে, ‘আপনি কি আমাদের হত্যা চান?’ তিনি দাবি করেন যে, পাকিস্তানের পণ্ডিতরা কথা বলতে ভয় পান। যোগ করেন যে, সমাজকেই চরমপন্থার বর্ণনা সংশোধন করতে হবে।

মন্ত্রী স্মরণ করেন যে পাকিস্তান সৃষ্টির সময়, ‘এটি ছিল সুফিদের দেশ।’ তিনি বলেন, ‘প্রায় ৩০০ বছর আগে, আজকের খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব এবং দেশের অন্যান্য অঞ্চলে কোন ধর্মীয় উগ্রবাদ ছিল না। ধর্মীয় চরমপন্থা এখন ভারতের যেসব অঞ্চলে আছে সেখানে বেশি দেখা যেত। এখানকার (পাকিস্তান) এলাকায় কখনোই ধর্মীয় উগ্রবাদ ছিল না।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘পাকিস্তান আজ একটি গুরুতর বিপদের মুখোমুখি।’

মন্ত্রী স্বীকার করেছেন যে, দেশে চরমপন্থা মোকাবেলায় গৃহীত প্রতিকারমূলক পদক্ষেপগুলো যথেষ্ট নয়। তিনি যোগ করেছেন যে, সরকার বা রাষ্ট্র উভয়ই সমস্যা মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না। তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের সাথে সরকারের লেনদেনের সাম্প্রতিক উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি কিভাবে সরকারকে পিছনের দিকে যেতে হয়েছিল।’

ইসলামের প্রেক্ষাপটে চরমপন্থা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, ‘যার ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞানও আছে এবং মহানবী হযরত মুহাম্মদ সা. ও তার জীবন সম্পর্কে সচেতন, সে কীভাবে চরমপন্থা অবলম্বন করতে পারে?’ তাই চরমপন্থার বিষয়টি ইসলামের শিক্ষার সাথে সম্পর্কিত ছিল না, তিনি ব্যাখ্যা করে বলেন যে, এটি অন্য কোন ধর্মের সাথে সম্পর্কিত নয়। ‘সমস্যা তাদের সাথে যারা ধর্মীয় আদেশের ব্যাখ্যা করেন,’ মন্ত্রী মন্তব্য করেন। সূত্র: ডন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com