বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে (প্রথম ধাপে) একদিনে ৭৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ১১ ও ১৪ ফেব্রুয়ারি দু’টি সম্ভাব্য তারিখ সামনে রেখে নির্বাচন শুরু করা নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন (ইসি)। ৬ জুন রোজা শুরুর আগেই সারা দেশের সাড়ে চার হাজার ইউপির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তও রয়েছে কমিশনের।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষা, রোজা ও পূজা-এসব কারণে এবারের ইউপি নির্বাচনের সময় নির্ধারণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।
আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেটি না হলে ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি। তবে তফসিল ঘোষণার বিষয়টি নির্ভর করছে আইন মন্ত্রণালয় থেকে নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা ভেটিং হয়ে আসার উপর। মার্চে প্রথম ধাপের নির্বাচনের মধ্যে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হবে। এপ্রিলে এইচএসসি পরীক্ষার গ্যাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।