বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সামনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তিনি সভাপতি হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে ইমনের নাম ঘোষিত হওয়ার সাথে সাথে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের কর্মী-সমর্থকরা ক্ষুব্দ হয়ে চেয়ার ভাঙচুর শুরু করেন। এসময় অন্যান্য নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষকালে প্রায় ২শ চেয়ার ভাঙচুর করা হয়েছে।