সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
অনেকভাবে চেষ্টা করেও ইউপিতে সহিংসতা রোধ করা যাচ্ছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনেকভাবে চেষ্টা করেও ইউপিতে সহিংসতা রোধ করা যাচ্ছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

index4100_122306আমার সুরমা ডটকম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে অনেক চেষ্টা করেও পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাজধানীর বটমলী হোম বালিকা বিদ্যালয় মাঠে একটি সাপ্তাহিক পত্রিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইউপিতে প্রথম দুই ধাপের ভোট নিয়ে সারাদেশে সহিংসতায় অন্তত ২০ জনের প্রাণহানির প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে, ইউপি ইলেকশন এটার মধ্যে সহিংসতা …আমরা অনেক চেষ্টা করেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি। তারপরও হয়ে যায়। স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে প্রতিযোগিতা অনেক বেশি মুখোমুখি হওয়ায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হয় বলে মনে করেন তিনি। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নির্বাচনে প্রতিযোগিতা এতই মুখোমুখি হয়, সেজন্য হয়তো এগুলোকে (সহিংসতা) কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে। যেখানে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু মাঠে গিয়ে দাঁড়াচ্ছে। বৃহস্পতিবারের ভোটে এক পুলিশ কনস্টেবলের পায়ে গুলি লাগে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com