রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে পৃথক পৃথক ভাবে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। তারমধ্যে শাহজালাল মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮ লাখ টাকা, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ টাকা, দি প্যাথলজি ল্যাব এন্ড ডায়াগনস্টিক ও নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নিউ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। শনিবার দুপুর থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম-এর নেতৃত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিসের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার রির্পোটে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহারের অপরাধে ন্যাশনাল ডায়াগনস্টিক ও এ রকম অনিয়মের কারণে অন্যান্য প্রতিষ্ঠানকেও জরিমানা করেন আদালত।