শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সোমবার ইউনিয়নের চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন সচিব শ্যামলা রাণী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্য সুকেশ বর্মন, আব্দুর রব রিপন, সংরক্ষিত আসনের নারী সদস্য মোছাঃ রিমা চৌধুরী, সেলু বেগম, মালতী রাণী দাস। এছাড়া এনজিও প্রতিনিধি শরিক প্রকল্পের নাসিমা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কেয়ার নিউট্রেশনের জান্নাতুল ফেরদৌস, হোমগ্রোন প্রকল্পের লাকী সুলতানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় চারশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।