রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও

সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও

কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা দুর্নীতির সাথে জড়িতদের অভিলম্ভে শাস্তির দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে “হাওর বাঁচাও কৃষক বাঁচাও” আন্দোলনের ব্যানারে হাজার হাজার কৃষক-জনতা। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ মিছিল সহকারে শহরের আলফাত উদ্দিন স্কোয়ারে জমায়েত হয়ে দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদ সমাবেশ করে। “হাওর বাঁচাও কৃষক বাঁচাও” আন্দোলনের যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন “হাওর বাঁচাও কৃষক বাঁচাও” আন্দোলনের অন্যতম সদস্য জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমদ, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, অ্যাডভোকেট শেরে নূর আলী, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট বশির উদ্দীন, সুনামকণ্ঠের প্রকাশক ও স¤পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবরের প্রকাশক ও স¤পাদক পঙ্কজ কান্তি দে, অ্যাডভোকেট বুরহান উদ্দীন দোলন, শিক্ষাবিদ চিত্তরঞ্জন দাস, নারীনেত্রী শীলা রায়, অ্যাডভোকেট খলিল রহমান, অ্যাডভোকেট সন্দ্বীপ তালুকদার, সুজনের জেলা যুগ্ম-সাধারণ স¤পাদক সাংবাদিক মাসুম হেলাল, সাংবাদিক শামছ শামীম, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, প্রথমআলোর বন্ধুসভার সভাপতি রাজু আহমদ, সাংবাদিক এ আর জুয়েল, সাংবাদিক এ কে কুদরত পাশা, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, নাট্যকর্মী সামীর পল্লব, আমরা হাওরবাসীর প্রধান সমন্বয়ক রুহুল আমীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এম এ কাসেম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার শহীদ নুর আহমদ, কৃষক তমিজ আলীসহ কৃষক, মুক্তিযুদ্ধা, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ি, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার লোকজন। পরে মিছিল সহকারে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও-এর উদ্দেশ্য পাউবো অফিসের সামনে কাজির পয়েন্টে পুলিশী বাঁধায় ঘণ্টাব্যাপি অবস্থান কর্মসুচি পালন করা হয়। পরে আবারও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে হাজার হাজার ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এর আগে প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি এখন গণদাবি, এ দাবি কোনভাবেই উপেক্ষিত হতে পারেনা। হাওরের ফসলহানির ঘটনায় দুর্গতদের সাহায্যর্থে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় অভিলম্ভে শাস্তি ব্যবস্থা করবেন। অন্যথায় এ আন্দোলন দিনে দিনে আরও দুর্বার আন্দোলনে পরিণত হবে।
পরে যুগ্ম-আহবায়ক মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান আগামি দিনের কর্মসূচি ঘোষণা করে উত্তেজিত হাজার হাজার ক্ষতিগ্রস্ত কৃষক-জনতাকে নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com