শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ছাতকে কালারুকা ইউপির দেড় কোটি টাকার বাজেট ৯ মেম্বারের বর্জন

ছাতকে কালারুকা ইউপির দেড় কোটি টাকার বাজেট ৯ মেম্বারের বর্জন

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ছাতকে কালারুকা ইউনিয়নে ২০১৭-১৮ অর্থবছরের ১ কোটি ৪৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় দেখিয়ে উদ্ধৃত্ত রাখা হয়েছে ৮ লক্ষ টাকা। শনিবার (২৯ এপ্রিল) পরিষদের সম্মেলন কক্ষে ৯ জন সদস্য-সদস্যার অনুপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে ও ইউপি সচিব আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান। উপস্থিত ছিলেন ইউপি সদস্যা তাহমিনা বেগম, সদস্য লিটন মিয়া ও আবু সাহাদাত মোঃ দুলালসহ এলাকার গণ্যমান্য লোকজন। জানা যায়, গত ২৫ এপ্রিল ইউনিয়ন পরিষদের সমন্বয় সভায় সরকারের বিভিন্ন বরাদ্ধের ভাগ-বাটোয়ারা নিয়ে চেয়ারম্যানের সাথে মেম্বারদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে বাজেট অধিবেশনে ১নং ওয়ার্ড সদস্য ফজলু মিয়া, ২নং ওয়ার্ডের আবদুল মুকিত নেরাই, ৩নং ওয়ার্ডের সালেহ আহমদ, ৫নং ওয়ার্ডের সদরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের কবির আহমদ, ৮নং ওয়ার্ডের ফখর উদ্দিন, ৯নং ওয়ার্ডের আকল মিয়া, ১, ২ ও ৩নং সংরক্ষিত সদস্যা ফুলেছা বেগম ও ৪, ৫ ও ৬নং সংরক্ষিত সদস্যা অমরি দেব অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইউপি সদস্য ফজলু মিয়াসহ অন্যান্যরা জানান, অকাল বন্যায় ফসলহানির পর সর্বত্র মহাদূর্ভিক্ষ চলছে। এ পরিস্থিতিতে চেয়ারম্যান সরকারি বরাদ্ধের ১২ লক্ষ টাকা ব্যয়ে ইউপি কমপ্লেক্স ভবন টাইলস দিয়ে সুসজ্জিত করছেন। তারা ৯ জনই বাজেট অধিবেশন বর্জন করেছেন বলেও জানান। ইউপি চেয়ারম্যান অদুদ আলম জানান, সকল ইউপি সদস্য-সদস্যাগণ ও এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতেই এ বাজেট ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com