শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
আবিদুর রহমান,কাতিয়া মাদ্রাসা থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জামেয়ার মুহতামিম সাহেবজাদায়ে শায়খে কাতিয়া রহ-এর বড় ছেলে শায়খ এমদাদুল্লাহ সভাপতিত্বে ও জামিয়ার উস্তাদ মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। বিশেষ মেহমানি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী। মাদরাসা মাঠে অনুষ্ঠিত উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন, মুফতি আকমল, মাওলানা ইসহাক আমিনী, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মুফতি এমদাদ প্রমুখ। দুপুর ১২টা শুরু হওয়া উক্ত দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা আব্দুল মুমীন ইমামবাড়ি বলেন, কুরআন বাদ দিয়ে শুধু হাদিস দিয়ে যেমন চলা যায়না ঠিক তেমনি হাদিসকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। কুরআন-হাদিসের আদলে জীবন গঠন করতে হবে। সবধরনের বিদআত পরিহার করতে হবে। তবেই খাঁটি মুসলমান হওয়া সহজ হবে। অত:পর জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন জামেয়ার তাকমিল ফিল হাদিস সমাপনী ছাত্রদের বুখারি শরিফের শেষ দারস প্রদান করে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।