শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সামিউল কবির, দক্ষিন সুনামগঞ্জ থেকে: হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে দূর্গত এলাকায় অসহায় ও হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৫ মে শুক্রবার সকাল ঘটিকায় উপজেলার পাগলা শত্রুমর্দন রুরাল ডেভেলাপমেন্ট এন্ড হেলদ সেন্টারে একদিন ব্যাপি এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু সঈদ এর পরিচালনায় হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রথমে আলোচনা পর্বে বক্তব্য প্রদান করেন জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, জেলা ছাত্রলীগের সাবেক উপ-তথ্য বিষয়ক সম্পাদক পাভেল আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, হিউম্যান রাইটস এর সদস্য সুয়েব আহমেদ, লিটন মিয়া, সংগঠনটির যুগ্ন মহাসচিব এমদাদুর রহমান, বিভাগীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম, দিলোয়ার হোসেন এবং চেয়ারম্যান দিলোয়ার হোসেন খাঁন। পরে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ মোট চারজন ডাক্তারের সমন্বয়ে উপজেলার প্রায় ৫০০ শত অসহায় ও হতদরিদ্রদের মধ্যে বিনামূল্য ব্যবস্থাপত্র ও ঔষধ সামগ্রী বিতরন করা হয়।