বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
কানাইঘাট থেকে ইমরান হুসাইন: কানাইঘাটের পল্লীতে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের চাঞ্চল্যকর ইব্রাহিম আলী (কুটলাই) চাচার হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে স্হানীয় রাজাগঞ্জ বাজারের রুপালী ব্যাংক পয়েন্টে সর্স্তবরের জন সাধারনের উদ্যোগে বিকাল ৫-৩০ মিনিটের সময় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্নদের মধ্যে উপস্তিত ছিলেন উল্লেখিত মামলার এসআই পান্নালাল দেব, এসআই রাজীব মন্ডলসহ স্হানীয় এলাকার সর্বস্তরের জন সাধারন। উল্যেখ যে গত ২-৫-২০১৭ ইং তারিখে সকাল অনুমান ৮-৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের সাথে সংগর্ষ বাধলে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম আলী কুটলাই (৫২) ও তার ভাই টিয়া মিয়া মারাত্মকভাবে আহত হন উপস্তিত স্হানীয় জনতা তাদের তাৎক্ষনিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্মরত ডাক্তার ইব্রাহিম আলী (কুটলাই) কে মৃত ঘোষনা করেন, টিয়া মিয়া (৫৮) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা যায়, গত ২-৫-১৭ ইং তারিখে সন্ধ্যায় কুটলাই মিয়া সাহেবের ভাই মাওলানা নুরুল ইসলাম পাখি (৭২) বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০১, ২-৫-২০১৭ কানাইঘাট থানা পুলিশ ইতিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের নুর উদ্দিন (৬১), সিরাজ উদ্দিন (৫৭), সিরাজ মিয়ার স্ত্রী অাখতারুন নেছা (৪৮), বাবুল মিয়া (৩৩) বাবুল মিয়ার স্ত্রী সজনা বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার অন্যান্ন আসামীরা পলাতক রয়েছেন কানাইঘাট থানা পুলিশ তাদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা অব্যাহত আছে। উল্লেখ্য যে, নিহত ইব্রাহিম আলী (কুটলাই) কে ময়নাতদন্ত শেষে গত (৩-৫-১৭) পরিবারের কাছে হস্তান্তর করা হয়, ঐ দিন বাদ আসর রাজাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে জানাজার পর রাজাগঞ্জ শাহ সমসের (র:) মোকামে দাফন সম্পন্ন করা হয়।