শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, পূর্বপাগলা, দরগাহপাশা, পশ্চিম পাগলা, শিমুলবাক ইউনিয়নে পৃথক পৃথকভাবে ফসলহার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার জয়কলস, পূর্বপাগলা, দরগাহপাশা, পশ্চিম পাগলা, শিমুলবাক ইউনিয়নে পৃথক পৃথকভাবে ফসলহার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফের ৩৮ চাল ও নগদ ৫শ টাকা বিতরণ করা হয়। এ সময় চাল ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর করিব, চেয়ারম্যান মাসুদ মিয়া, মনির উদ্দিন, মিজানুর রহমান জিতু, মোঃ নূরুল হক, আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসমলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক নীতিশ চন্দ্র বর্মণ প্রমুখ।