বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সাথে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন। রবিবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ সংগঠনের সদস্য সাংবাদিক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ সংগঠনের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক সুনামকন্ঠের স¤পাদক বিজন সেন রায়, সদস্য সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক এনামুল কবির। সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ সংগঠনের সদস্য রাজু আহমদ, প্রদীপ পাল, ওবায়দুল হক মিলন, সাংবাদিক শহীদ নুর আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, কৃষক এনামুল কবির, গয়াছ মিয়া, যুবলীগ নেতা জিল্লুর রহমান, মাসুক মিয়া, ছামাদ তালুকদার, মজর আলী প্রমূখ।