শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
কে এম তাহমীদ হাসান দক্ষিণ সুরমা (সিলেট) থেকে: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন মোগলাবাজারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোড শেডিং বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয় যুব সমাজ। জানা যায় যে, আজ ১৫ই মে সোমবার সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে বাজারের স্থানিয় যুব সমাজের উদ্দোগে বিক্ষোভ মিছিল পালিত হয়, মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পয়েন্টে এসে মিলিত হয়, এবং সড়ক অবরোধ করে রাখে। প্রায় ১ ঘন্টার এই সড়ক অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পরে যাত্রী ও চালকরা ব্যাপক ভোগান্তিতে পরেন। বিক্ষুব্ধ যুব সমাজের অভিযোগ ২৪ ঘন্টার মধ্যে দিবা রাত্রী মাত্র ৫/৬ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকেনা। এতে প্রচন্ড গরমে এলাকার শত শত ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যহত হচ্ছে, পোল্ট্রির মুরগী মারা যাচ্ছে। ঘন ঘন লোড শেডিংয়ের কারনে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ব্যাপক বিগ্ন ঘটছে। তারা বিষয়টি বার বার পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ অফিসকে জানিয়েও কোন প্রতিকার না পেয়ে সোমবার সড়ক অবরোধ করে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোড শেডিং বন্ধের জন্য বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের খবর পেয়ে মোগলাবাজারের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব চুনু মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অবরোধের স্থানে যান এবং বিক্ষুব্ধ জনতাকে শান্তনা দেন এবং তারা জানান যে বিদ্যুৎ অফিস থেকে তাদের কাছে যোগাযোগ করে বলা হয়েছে যে তারা এই দাবি মানবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আগামীকাল বিকাল ৫টার সময় মোগলাবাজারে এসে স্থানিয় যুব সমাজের সাথে মতবিনিময় করবেন বলেও জানান স্থানিয় জন প্রতিনিধিরা। তাদের আশ্বাসের প্রেক্ষিতে যুববসমাজ অবরোধ তুলে নেন।