বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির রোকসানাকে (১২) প্রেমিক ফারুকের সঙ্গে পালিয়েছেন। ঘটনার ২ দিন পর পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই গ্রামের ফারুক (৩৫) ও কামরুল (৩৬) সহ ৫ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ ফারুককে (৩৫) আটক করেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ জানান, স্কুল ছাত্রীর বাবা অপহরণ মামলা দায়ের করেছিলেন। ঘটনার ২ দিন পর রোববার দিবাগত গভীর রাতে স্থানীয় কাশিগঞ্জ বাজার থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফারুক (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। কিন্তু উদ্ধারের পর রোকসানা জানান প্রেমের টানে ফারুকের সঙ্গে পালিয়ে যান তিনি।