বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
ইমরান হোসাইন চৌধুরী, কানাইঘাট থেকে: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তরুণ প্রবাসীদের সংগঠন “এসোসিয়েশন অব রাজাগঞ্জ ফরেনার্স”-এর উদ্যোগে আয়োজিত ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় রাজাগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের নিয়ে “পুরস্কার বিতরণী ও আলোচনা সভা”। তাহফীজুল কুরআন প্রতিযোগীতায় ক ও খ গ্রুপে মোট ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে ক-গ্রুপে ১ম স্থান অর্জন করে ইব্রাহীম চৌ., নয়ামাটি ২য় স্থান -দেলওয়ার হোসাইন, তালবাড়ী পূর্ব ৩য় স্থান-মুহিউদ্দীন জাফর, বীরদল মাঝপাড়া। খ -গ্রুপে ১ম স্থান অর্জন করে নাবীল আহমদ, ফতেহগঞ্জ ২য় স্থান-এমাদ উদ্দীন জাবির, কোনাগ্রাম ৩য় স্থান-এহসান আহমদ কোনাগ্রাম। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজাগঞ্জ মাদ্রাসার শায়খুল হাদীস মাও আহমদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাজিদ মিয়া, মাও হাবীবুর রহমান, মাও শামসীর হারুনুর রশীদ, রুপালী ব্যংকের ম্যানেজার ফখরুল ইসলাম, মাও শাব্বীর আহমদ প্রমুখ। মাও আলী আবদীন ও উবায়েদ আহমদের যৌথ পরিচালনা ও সংস্থার সেক্রেটারি ফখরুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্য এবং হাফিজ ইব্রাহিম আলী চৌধুরী এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং ক গ্রুপের ১ স্থান অর্জনকারীকে ৬ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩৫শত টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা এবং খ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ১৫শত টাকা পুরস্কার দেওয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মাও আব্দুল আজীজ বন্দরবাড়ী-এর দোয়া ও নসিহতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।