শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
মিজান আহমদ, পাইলগাঁও (জগন্নাথপুর) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে বৃহস্পতিবার অস্ত্রসহ আন্ত:জেলার ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গর্ন্ধবপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র ওয়াহিদ আলী (৫৫), মতিন মিয়া (৫৭), ওয়াহিদ আলীর পুত্র জিয়াউর রহমান (২৮), জগন্নাথপুর ভাঙ্গারপাড়া গ্রামের মমশ্বর আলীর পুত্র তুরন মিয়া (৩০) ও দিরাই উপজেলার জগদল গ্রামের লুৎফুর রহমানের পুত্র সাদিকুর রহমান (৩০) ও একই গ্রামের নুরুল হকের পুত্র হুসাইন কবির (৩০)। গ্রেফকতারকালে ডাকাতদের নিকট থেকে একটি দেশীয় পাইপগান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৩টি দা উদ্ধার করা হয়েছে।থানা পুলিশ ও এলাকাবাসী জানান, গর্ন্ধবপুর গ্রামের ডাকাত সর্দার ওয়াহিদ আলীর বাড়িতে ডাকাতদল অবস্থান করছিল। পুলিশ গোপন তথ্যের ভিত্তিত্বে জগন্নাথাপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর-অর-রশিদ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যা পুলিশ কয়েকঘন্টা অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতদের গ্রেফতার করা হয়েছে।