শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রাজুক মিয়া রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
সৈয়দ জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ আব্দুল ওদুদ বিএসসি, বাংলা টিভি ইউ.কে করেসপন্ডেন্ট গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছালেহ আহমদ তোতা, ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম, সমাজসেবী আব্দুল বারী সুনু মিয়া, হোসাইন আহমদ, আব্দুল ওদুদ মেম্বার, শায়েক আহমদ সায়েফ মেম্বার, দুলাল মিয়া মেম্বার, আওলাদ আলী, আবুল কালাম, আব্দুল কুদ্দুছ, শেখ আলেক্স প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের ৩৩০ জন অসহায় দরিদ্রদের মধ্যে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের পক্ষ থেকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।