সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ও ভাটিপাড়া ইউনিয়নের বন্যার্তদের মধ্যে গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্র“ভড নিউট্রেশন (গেইন)-এর উদ্যোগে সোমবার ত্রাণ বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও গেইনের অর্থায়নে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী মোঃ মাহবুব হোসেন, হিসাব রক্ষক একে কুদরত পাশা ও করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও রফিনগর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান প্রমুখ। এ সময় দুই ইউনিয়নে ওয়ার্ড নাগরিক কমিটির সদস্যদের মাঝে চাউল, ডাল, আয়োডিনযুক্ত লবণ ও ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল বিতরণ করা হয়।