শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেন নতুন অর্থবছরের এই বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় এ বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করলো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের শ’খানেক নেতৃবৃন্দ এই আনন্দ মিছিলে অংশগ্রহন করেন। এই আনন্দ মিছিলটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে। পরে আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, যুবলীগের সহ-সভাপতি নুর হোসেন, রাজা মিয়া, জুবেল আহমেদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক বাবুল, শাহিন মিয়, সদস্য রিপন, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন মুজিব, মাজহারুল ইসলাম মইনুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুবির, জুসেন, মতিউর, আক্তার প্রমুখ।