বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : জিএসপি সুবিধা ফিরে পেতে ১৬টি শর্ত বাস্তবায়নে আরও অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ শেষে মঙ্গলবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট সাংবাদিকদের এ তথ্য জানান। সচিবালয়ে যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) নিয়ে কথা বলেন। জিএসপি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে হলে ১৬টি শর্ত পূরণ করতে হবে এবং দ্রুত শর্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র।