বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকের গোবিন্দগঞ্জে অপরাধ দমনের লক্ষ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকত উল্লাহ খান। ২৫ জুন রাতে সিসি টিভির আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। সাব-ইন্সপেক্টর (এসআই) সুহেল রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন দাস ও মোঃ দুলন মিয়া, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, ওসি তদন্ত আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদরুল আমীন সুহান, সদস্য হুসাইন আহমদ লনি, ফয়ছল আহমদ সুমন প্রমুখ।