শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জের বড়মোহা গ্রামে ‘হেল্প ফর ইসলামিক কালচারাল অর্গানাইজেশন’-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ের বড়মোহা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক উৎসব মুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানে বড়মোহা গ্রামের দাওরায়ে হাদিস/মাস্টার্স, হিফজ সমাপনকারী ও এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। গ্রামের প্রবীন মুরব্বী আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল নোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট বেলাল আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, কবি ও সাহিত্যিক আজমল আহমেদ, সাংবাদিক শহীদ নূর আহমেদ, সমাজসেবি সৈয়দ আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান জায়গীরদার, আনছার মিয়া জায়গীরদার, শাহী আলম খান, মাওলানা ছালিক আহমদ, মাওলানা ইফতেখার খান, মাওলানা আবুবক্কর ছিদ্দিক, ইউপি সদস্য তারা মিয়া, সোয়েব আহমদ জায়গীরদার, মাওলানা মুজাম্মিল আহমদ, ফারহান আহমদ জায়গীরদার রোহেল, প্রবাসী দিলোয়ার হোসেন, সৈয়দ আহমদ চৌধুরী প্রমুখ।