বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি গ্রামের হাজী ইউসুফ আলীর পুত্র মদীনা ইউনিভার্সিটিতে অধ্যয়রত হাফিজ আব্দুল করিম চৌধুরী আজ দেশে আগমন করেন। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিভিন্ন সংগঠনের তরফ থেকে সংবর্ধিত করা হয়। সিলেট এমসি কলেজ এ অধ্যয়নরত কওমী ছাত্রদের সংগঠন “কওমী স্টুডেন্ট ফোরাম”-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মাও. সদরুল ইসলাম, সেক্রেটারি হুসাইন আহমদ, আব্দুল ওয়াদুদ বাবর, আলতাফ হুসাইন, সালাহ উদ্দীন প্রমুখ। একই সময় ছাত্র জমিয়ত সিলেট এমসি শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দীন, শাখা আহবায়ক হুসাইন আহমদ, আব্দুল ওয়াদুদ বাবর, সালাহ উদ্দীন, আলতাফ হুসাইন প্রমুখ। বিকাল ৩ ঘটিকায় ছাত্র জমিয়ত রাজাগঞ্জ শাখার সভাপতি সালেহ আহমদ-এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান অত্র শাখার সেক্রেটারি হাফিজ নজমুল ইসলাম, সালাহ উদ্দীন, ইমরান হুসাইন, নজরুল ইসলাম, আবু সালিম, ইমরান আহমদ প্রমুখ।