সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীর সুস্থতা কামনায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সুয়েব হাসান, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি আবুহানিফ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইনকিলাব সংবাদদাতা মুহাম্মদ আবদুল বাছির সরদার, সদস্য ভোরেরকাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি প্রশান্ত সাগর দাস প্রমুখ। কাউসার চৌধুরী লিভার ও কিডনির জটিল রোগে দীর্ঘদিন ধরে ভোগছেন, তিনি লিভার ও কিডনি ট্রান্সপ্লাান্ট করতে ভারতের উত্তর প্রদেশের জেপি হসপিটালে ভর্তি হন। ডাক্তার জানিয়েছেন অপারেশন ভাল হয়েছে, তিনি কথা বলতে পারছেন। ১০/১২ দিন আইসিইউতে থাকতে হবে। তিনি বর্তমানে ভারতের উত্তর প্রদেশের জেপি হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার সহধর্মীনির ছোটভাই সম্পর্কে শালা দিচ্ছেন লিভার ও ফুফাতো ভাই দিচ্ছেন কিডনী। তার সার্বক্ষণিক পরিচর্যায় সাথে আছেন স্ত্রী শিক্ষিকা সায়েরা বেগম, সহকর্মী সিনিয়র সাংবাদিক মুহাম্মদ তাজউদ্দিন ও তার ভাগ্নে সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। ভারতের এই চিকিৎসায় এ পর্যন্ত ৪২ লাখ টাকা খরচ হয়েছে। এরমধ্যে কেবল অপারেশন চার্জই হল ৩০ লাখ টাকা, দুজন ডোনারসহ তিনজনের টেস্টসহ সকল পরীক্ষায় মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে, অপারেশন শেষ করে দেশে ফেরা পর্যন্ত আরো দশ লাখ টাকা লাগবে, এজন্য বিত্তশালীদের সহযোগিতা কামনা করা হয়েছে।