শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী জকিগঞ্জ, সিলেট-এর আল হাদী ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত (১৪৩৮/৩৯ হিজরী শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় মসজিদে আফরা বিনতে ছালিমে তাকমিল ফিল হাদীসের ছাত্র হাফিজ নেজামুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আল হাদী ছাত্র সংসদের সভাপতি মুফতি তাহমিদ রাহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাজিমে তালিমাত মাওলানা বদরুল আলম। তিনি বলেন, আমাদের এ ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থী আপনারা এসেছ আমাদের মাদ্রাসার আঙিনায়, ছোট্ট গণ্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয়, উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে। তোমাদের এ আগমন শুভ হোক এ কামনা করি। তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন ও গোলাপি শুভেচ্ছা। নবীনদের উদ্দ্যেশে বক্তব্য রাখানে শায়খুল হাদীস ফখরুল ইসলাম। তিনি বলেন, তোমরা জেনে খুুশি হবে যে আমাদের মাদ্রাসা থেকেই অতীতে পড়ালেখা করে অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির, হাফিজে কুরআন দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করে যাচ্ছেন। তোমরাও তাঁদের মতোই দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদীনাতুল উলুম জামুরাইল মাদ্রাসার নাজিমে তালিমাত হাফিজ মাওলানা জিয়াউর রহমান। তিনি বলেন, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়। আর এই আদর্শবান মানুষ বানাতে কওমি মাদ্রাসার বিকল্প নেই। উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দীর শিক্ষক হাফিজ মাওলানা খালেদ আহমদ মাওলানা মাসুম আহমদ, মুফতি নুরুল ইসলাম প্রমুখগণ।