সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেরহাল গ্রামে নামমাত্র কাজ করিয়ে কাবিখা প্রকল্পের এক লক্ষ পাঁচ হাজার আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেওয়া অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বর্ণিত প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবি করেছেন এলাকাবাসি। জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে কাবিখা প্রকল্প (২য় পর্যায়) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউপির তেরহাল গ্রামের মসজিদ হতে আসকর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প দেখিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিভিন্ন পর্যায়ে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য মোছাঃ আছিয়া বেগম, প্রকল্প সচিব হেলন মিয়া ও সদস্য জিল্লুর রহমান নাম মাত্র কাজ করিয়ে বর্ণিত সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করেন। তেরহাল গ্রামের মৃত ঠাকুরধন আলীর ছেলে আফসর আলী এলাকাবাসির পক্ষে ঘটনাটি তদন্তপূর্বক জড়িত শাস্তির দাবি ও প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্ব প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। ইউপি সদস্যা আছিয়া বেগমের সাথে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে সাথে সাথে তিনি লাইন কেটে দেন।