রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে গৃহবধু নির্যাতনের ঘটনার একমাস পরও কোন আসামি গ্রেফতার হয়নি। এ নিয়ে মামলার বাদীনিসহ এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। আসামিরা ক্ষমতাসিন দলের থাকায় রহস্যজনক কারণে তাদেরকে পুলিশ গ্রেফতার করছেনা। আসামিরা গাঁ ঢাকা দেয়ায় আসামি গ্রেফতার করতে পারছেনা বলে দাবি করছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহিদ। গত ২ জুলাই গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসি মনাফ আলীর বাসার কেয়াটেকার এক সন্তানের জননীকে দিন দুপুরে বাসায় হামলা করে অস্ত্রের মুখে তাকে পালাক্রমে ধর্ষণ ও বাসায় লুটপাট চালায়। এতে ৩ জুলাই ধর্ষিতা বাদি হয়ে ৮ জনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রভাবশালী আসামিরা মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি, ধর্ষিতার বাসার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও বাসার গেইটে পাকা দেয়াল নির্মাণসহ তাদের উপর বিভিন্ন নির্যাতন শুরু করে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান সুন্দর আলীকে প্রধান আসামি করে ধর্ষিতা থানায় পৃথক দু’টি নন জি আর মামলা দায়ের করেন। পুলিশ আসামি গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। এ ঘটনায় পুলিশ বলছে আসামীরা পলাতক ও এলাকাবাসি বলছেন ধর্ষকরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে।