বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪ নিজ এলাকার মানুষের পাশে রয়েছেন এমপি প্রার্থী রশিদ মিয়া সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব দিরাইয়ের সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ পাচার হওয়া মেধা ফিরিয়ে এনে উন্নত দেশ বিনির্মাণে ড. ইউনূসের যুগান্তকারী কৌশল দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত দেশে দেশে ঈদ উদযাপিত দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল
আনজুমানে তাহাফফুজে দ্বীনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

আনজুমানে তাহাফফুজে দ্বীনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

আমার সুরমা ডটকম: আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ১৪৩৮ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রধান কেন্দ্র দারুল উলূম দরগাহপুর মাদরাসায় শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খানের কাছে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
সংশি¬ষ্ট সূত্রে জানা যায়, ১৪৩৮ হিজরি সনের সনদ ও খামিছ জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে সনদ জামাতে মোট পরীক্ষার্থী ছিল ১৮৮ জন, এরমধ্যে ছাত্র ১২৯ জন ও ছাত্রী ৫৯ জন। পাস করেছে ১৩২ জন, পাসের হার ৭০ দশমিক ২১ শতাংশ। সনদ জামাতে জিপিএ-৫ (মুমতাজ) পেয়েছে ১ জন, প্রথম বিভাগ ৮৭ জন, দ্বিতীয় বিভাগ ৩৬ জন ও তৃতীয় বিভাগ ৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত হলো প্রধান কেন্দ্র দরগাহপুর মাদরাসার ছাত্র মোজাহিদ আহমদ। এছাড়া সনদ জামাতে প্রথম ৩ জনের অপর ২ জন হলো একই মাদরাসার মাহমুদুল হাসান ও সদরুল ইসলাম।
এদিকে খামিছ জামাতের মোট পরীক্ষার্থী ছিল ৩০৩ জন, এরমধ্যে ছাত্র ১৭৪ জন ও ছাত্রী ১২৯ জন, পাস করেছে ২১৪ জন, পাসের হার ৭০ দশমিক ৬২ শতাংশ। খামিছ জামাতে জিপিএ-৫ (মুমতাজ) পেয়েছে ২ জন, প্রথম বিভাগ ৬৫ জন, দ্বিতীয় বিভাগ ৯৬ জন ও তৃতীয় বিভাগ ৫১ জন। খামিছ জামাতে পাস করা প্রথম ৩ জন হলো মেঞ্জেরগাঁও আদর্শ ফুরকানিয়া মক্তবের আবুল কালাম আজাদ, মুক্তিখলা-মলি¬কপুর মাদরাসার মাসুম আহমদ ও জুবায়ের আহমদ। সূত্র মতে, এ বছর ১৯৪টি কেন্দ্রে ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে রমজান মাসে পবিত্র ক্বোরআন শরীফ, হাদিস, তাজবীদসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এতে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করেন ১ হাজার ১শত জন শিক্ষক।
ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল¬াহ, মাওলানা শাহনূর, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আবিদুর রহমান, মাওলানা শাহজাহান, মাওলানা রহমত উল¬াহ, মাওলানা মুহাম্মদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com