শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: সিলেট দক্ষিণ সুরমা উপজেলাধীন রেঙ্গা আঞ্চলিক শাখা ছাত্র জমিয়তের নবীন বরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার দুপুর ২টায়, স্থানিয় মোগলাবাজারে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ আবু বকর মাশহুদ এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি কামরুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাসনুন আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য ও উপজেলা জয়েন্ট সেক্রেটারি কে এম তাহমীদ হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক শাখা ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ আবু সাঈদ, উপজেলা প্রচার সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আঞ্চলিক শাখা সাংগঠনিক সম্পাদক মাবরুর আহমদ, পাঠাগার সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক ইউসুফ হামিদী, জুনাইদ আহমদ, মিনহাজুর রহমান অলী, আবুল কাসেম প্রমুখ! এবং উপস্থিত নবীন প্রায় শতাধীক ছাত্র জমিয়ত কর্মীকে পুরস্কৃত করে গ্রহণ করেন প্রবীন নেতৃবৃন্দ। শেষে শাখা সভাপতি হাফিজ আবু বকর মাশহুদের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।