শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা সংবাদদাতা: মৌলভীবাজার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মহিউদ্দিন নামের এক যুবকের কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ১৬ আগস্ট বিকাল ৩টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শহরের ডাচ বাংলা ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দীন। ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেল যোগে নবীগঞ্জের দিকে রওয়ানা দিলে দুটি মোটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী শাহবন্দর এলাকায় মহিউদ্দীনের গতিরোধ করে তার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। মৌলভীবাজার মডেল থানার এসআই মহসিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি