শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: বিশ্বনাথের আর্থ সামাজিক উন্নয়নমূলক সংগঠন মানব কল্যাণ সংস্থা রামপুর ও রহিমপুরের উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট অলংকারী ইউনিয়নের রামপুরস্থ ইসহাক একাডেমিতে সংস্থার আহবায়ক সংগঠক ও সমাজসেবী মিজানুর রহমান মোজাহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ এস ডি মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলা টিভি ইউ,কের বিশ্বনাথ সিলেট প্রতিনিধি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ বলেন, মানবতার সেবা হচ্ছে উত্তম এবাদত। একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্ঠি অর্জনের লক্ষ্যেই মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, এলাকার উন্নয়নে মানব কল্যাণ সংস্থা যে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সমাজসেবী মিজানুর রহমান মোজাহিদ বলেন, সকলের সহযোগিতায় আমাদের সেবামুলক কাজের পরিধি আরও বাড়ানো হবে। সংস্থার আহবায়ক কমিটির সদস্য মাওলানা আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা মোঃ সোনা মিয়া, মোঃ মৌরস আলী মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোঃ রিপন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার সদস্য মোঃ ছিদ্দেক আলী, মোঃ জালাল উদ্দিন, মোঃ এনাম হোসেন প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোঃ ছাদিকুর রহমান। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত গরিব অসহায় পরিবারের মধ্যে সংস্থার পক্ষ হতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি