সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি ফার্মে দুবাই থেকে আনা উট। কোরবানিকে ঈদ সামনে রেখে এই উটটি দুবাই থেকে দেশে আনা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি ফার্ম কর্তৃপক্ষ উটটি দেশে আনে। ফার্মের তত্ত্বাবধায়ক মো. খালেকের ভাষ্য, উটটি ১১ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। উট রাখার জায়গা নেই ক্রেতার। তাই আপাতত ফার্মেই উটটি রাখা হয়েছে। কোরবানির সময় ক্রেতা উটটি নিয়ে যাবেন। উট দেখতে ফার্মে উৎসুক লোকজনের ভিড়। ছবি: সাবিনা ইয়াসমিনআজ সকালে ফার্মে গিয়ে দেখা যায়, তত্ত্বাবধায়ক উটটির যত্ন নিচ্ছেন। খাবারদাবার দিচ্ছেন। উৎসুক লোকজন উটটি দেখতে ফার্মে ভিড় জমিয়েছেন।