বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না: ধর্ম উপদেষ্টা দিরাইয়ে গাঁজাসহ আটক ৩ ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত দিরাই সরমঙ্গল ইউপি চেয়ারম্যান জুয়েল সাময়িক বরখাস্ত দিরাইয়ের প্রবীণ আলিম মাওলানা মিন্নত আলীর ইন্তেকাল দরগাহপুর মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার
দিরাইয়ে বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের নবম প্রয়াণ দিবস পালন

দিরাইয়ে বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের নবম প্রয়াণ দিবস পালন


দিরাই প্রতিনিধি: 
সুনামগঞ্জের দিরাইয়ে একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের নবম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষেণা পরিষদের উদ্যোগে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবুহানিফ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটি বাংলা বাউল একাডেমির সভাপতি করিম গবেষক বাউল শাহ আব্দুল তোয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী ইফতেখার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি রতিরঞ্জন দাস, জাগো দিরাইয়ের সভাপতি আবুল কাসেম চৌধুরী, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী মোহন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন আবুল হাসেম ভুইয়া, ইমরান হোসাইন, প্রশান্ত সাগর দাস, কন্ঠশিল্পী দূলী রানী তালুকদার, হাসান চৌধুরী, আবুল হোসাইন, মাহবুব হোসেন, হেলু মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে করিম গবেষক শাহ আব্দুল তোয়াহেদ বলেন, দেশের লাখো লাখো করিম ভক্তের কাছে তিনি ছিলেন পীর-মুর্শিদ, আর ভক্তের কাছে পীর-মুর্শিদের মৃত্যু হয় না। তিনি দেহত্যাগ করেছেন। তাই আমরা করিম ভক্তরা এইদিনকে প্রয়াণ দিবস ঘোষণা করেছি। শুধু আধ্যাতিকতায় নয় জাগতিক বিষয়ে শাহ আবদুল করিমের সৃষ্টি কোনো অংশেই কম নয়। সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র তিনি গানের মাধ্যমে তুলে ধরেছেন। উনার সৃাষ্টিকে আজ আর শুধুই স্বরণ নয় লালন, পালন ও বুকে ধারণ করে এর সঠিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন। তাহলেই করিম সৃষ্টির স্বার্থকতা হবে। শাহ আাব্দুল করিম মিউজিয়াম ও একাডেমি স্থাপনের গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিক করিম সৃষ্টিকে তুলে ধরতে পারলে জাগতিক বিষয় আলোকিত হবে, কল্যাণ হবে মানুষের। মানুষ হয়ে মানুষকে কষ্ট না দেওয়াটাই মানুষের বড় ধর্ম এ সত্যই শাহ আবদুল করিম লেখার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন শোষকের বিরুদ্ধে হুংকার, দিয়েছেন বিপ¬বের ডাক। প্রেম দিয়ে শত্রুকে জয় করা এবং সম্প্রীতির শিক্ষা দিয়েছেন শাহ আবদুল করিম। সকালে শাহ আব্দুল করিমের সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে দিবসের সুচনা হয়। বাদ জোহর সমাধিস্থলে দোয়া মাহফিল ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে শাহ নুর জালালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় করিম ভক্তরা। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাতভর চলবে বাউল গানের আসর। এতে দেশের বিখ্যাত বাউলরা সংগীত পরিবেশন করবেন। উল্লেখ্য, ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আব্দুল করিম দেশ বিদেশের লাখ লাখ ভক্ত আশেকানদের শোক সাগরে ভাসিয়ে দেহ ত্যাগ করে পরপাড়ে চলে যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com