শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: প্রতিদিন ঘর থেকে হাঁস-মোরগ কমে যাচ্ছে, কিন্তু কিভাবে তা হচ্ছে কোন সূত্র না পেয়ে অবশেষে ফাঁদ পোতা হলো। আর তাতেই সকল কল্পনা-জল্পনার অবসান ঘটলো, ধরা পড়লো তাতে এশটি মেছো বাঘ। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের শালিয়ারগাঁও গ্রামে। জানা যায়, গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে দুদু মিয়ার বাড়ির হাঁস-মোরগ প্রতিদিন কমে যাওয়ায় তারা শঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা কোন উপায় না পেয়ে ফাঁদ পোতার সিদ্ধান্ত নেন। সোমবার দিবাগত রাতে একটি লোহার ফাঁদ পেতে রাখেন। সকালে ওঠে দেখতে পান তাতে একটি মেছো বাঘ আটকা পড়েছে। পরে এটি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন তারা। সূত্র মতে, আটককৃত মেছো বাঘটি দুই থেকে আড়াই ফুট লম্বা হবে, এটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানা যায়।