মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে সদস্য সংগ্রহ অভিযান ও নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ স্থানীয় জামে মসজিদে নির্বাহী বৈঠকে জেলা শাখার সভাপতি মাওলানা মোছা মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ সাহিদ আহমদের পরিচালনায় সদস্য সংগ্রহ ও নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মহিবুর রহমান, হাজী রওনকুল ইসলাম, সহ-সেক্রেটারী ডাঃ মাওলানা আতাউর রহমান, সহ-বায়তুল মাল স¤পাদক মাওলানা এনামুল হক, প্রকাশনা স¤পাদক মাওলানা হাজী আবুল বাশার, সদস্য মাওলানা ছমির উদ্দীন সালেহ, মাওলানা আব্দুল হক, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মোবাল্লিগ হোসাইন, মাওলানা আব্দুল কদ্দুছ, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। সভাপতি মাওলানা মোছা মোল্লাহ বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে ১লা অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান চলিবে, তিনি বলেন, খেলাফত মজলিস প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জন শক্তিকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, মজলুম রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব দিতে হবে।